পাবনার কাজিরহাট এবং মানিকগঞ্জের আরিচা নৌরুটে স্পিডবোট উল্টে ডুবে গেছে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন শিশুসহ ১৮ যাত্রী।
বিরূপ আবহাওয়ায় এবং যমুনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে অদক্ষ চালক দিয়ে পুরনো স্পিডবোট চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার ২৫ জুন বিকালে মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার এএসআই আবুল কালাম বলেন, উদ্ধার হওয়া যাত্রীদের কাজিরহাট নৌ পুলিশের মাধ্যমে পার্শ্ববর্তী আলোকদিয়ার চর থেকে তাদের গন্তব্যে পাঠানো হয়।
উপজেলার কাজিরহাট নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ অরবিন্দ সরকার জানান, বেড়ার দক্ষিণ প্রান্তে স্পিডবোট দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছে উদ্ধার হওয়া ১৮ জন যাত্রীকে গন্তব্যে পৌছে দেয়া হয়। স্পিডবোটটি দুর্ঘটনার ৬ কিলোমিটার দক্ষিণ থেকে উদ্ধার করা হয়েছে।







