
মেয়েদের ফুটবল বিশ্বকাপ জয়ের পর নেশনস লিগে খেলতে দল দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। দলে বিশ্বকাপজয়ী ১৫ জন খেলোয়াড়কে রাখা হলেও নেই বিশ্বজয়ী জেনিফার হারমোসো। এতে চুমুকাণ্ড আবারও নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে স্পেনের ফুটবলে।
মেয়েদের বিশ্বকাপে পুরস্কার বিতরণীর মঞ্চে স্পেন ফরোয়ার্ড জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন আরএফইএফ’র সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। ঘটনার শুরু সেখান থেকেই। সমালোচনা দিয়ে শুরু হলেও পদত্যাগ করতে বলা ও আইনি প্রক্রিয়ায় পৌঁছায় তার কাণ্ড। এসবের জেরে শেষপর্যন্ত পদত্যাগই করেন রুবিয়ালেস।
সেই ঘটনার জেরে গত শুক্রবার বিবৃতি দিয়েছেন নারী বিশ্বকাপ জেতা ২৩ জনসহ ৩৯ ফুটবলার। জানান, ফেডারেশনে নিজেদের চাওয়া অনুযায়ী পরিবর্তন না করলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না তারা। তাদের দাবি, ঢেলে সাজাতে হবে ফেডারেশন।
এমন পরিস্থিতির মধ্যে স্পেনের নারী দলের নতুন কোচ মোনৎসে তোমে নেশনস লিগের জন্য দল দিলেন। দলে রাখা হয়নি ৩৩ বর্ষী ফরোয়ার্ড জেনিফারকে। তাতে পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে উঠেছে।

সুইডেন ও সুইজারল্যান্ডের দুই ম্যাচে হারমোসোকে দলে না রাখা ব্যাপারে ৪১ বর্ষী কোচ বলেছেন, ‘তাকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে কারণে আমরা তাকে দলে রাখিনি। এটা তাকে রক্ষা করার সেরা উপায়।’
এর প্রেক্ষিতে এক্স (টুইটার) হ্যান্ডলে হারমোসো লিখেছেন, ‘আমাকে কীসের থেকে রক্ষা করছ? আর কার কাছ থেকে?’ সঙ্গে আরও একটি অভিযোগ করে লিখেছেন, ‘ফেডারেশন এখন ভয় দেখাচ্ছে আর হুমকি দেয়ার চেষ্টা করছে। এই যে, আইনি ব্যবস্থা আর আর্থিক নিষেধাজ্ঞা দেয়ার ভয় দেখানো হচ্ছে এবং হুমকি দেয়াটা বিভাজন তৈরি করার একটা কৌশল মাত্র। এসব খেলোয়াড়রা জানে।’