গতবছর প্রথম মেয়েদের বর্ষসেরা ক্লাবের পুরস্কার দিয়েছিল ফ্রান্স ফুটবল সাময়িকী। প্রথম আসরেই সেরার খেতাব জিতেছিলেন বার্সেলোনা। এবারের আসরেও একই চিত্র। কাতালান ক্লাবটির হাতেই উঠল বর্ষসেরার খেতাব। ছেলেদের বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদ।
সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৪ অনুষ্ঠানে বর্ষসেরা ক্লাবের নাম ঘোষণা করা হয়। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বার্সেলোনা মেয়েদের দল। তাই সেরার পুরস্কারটি উঠেছে তাদের হাতে। বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা ও মেয়ে দলের অধিনায়ক অ্যালেক্সিস পুতেল্লাসসহ ক্লাবের বাকীরা এসে পুরস্কার গ্রহণ করেন।
ছেলেদের লড়াইয়ে গত মৌসুমে ট্রেবল শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ শিরোপা উঠেছিল লস ব্লাঙ্কোসদের হাতে। বর্ষসেরার খেতাবটাও সেকারণে পেয়েছে ক্লাবটি। তবে ব্যালন ডি’অর বয়কট করায় সেরার পুরস্কার নিতে আসেননি কেউই।







