এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লড়াই করে হেরেছে সাউথ আফ্রিকা। প্রথম দিকে টপাটপ উইকেট হারানোর পর শেষদিকে দলের হাল ধরেছিলেন প্রোটিয়াদের পেসার করবিন বোস। তবে শেষ ওভারে আউট হয়ে ১৭ রানে হেরেছে এইডেন মার্করামের দল। দুই দল মিলে মোট ৬৮১ রান করেছে যা ভারত-সাউথ আফ্রিকা ম্যাচের সর্বোচ্চ রান।
ভারতের রাঁচিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকার অধিনায়ক মার্করাম। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাব দিতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৩২ রানে থামে সফরকারীদের ইনিংস। ভারত জয় তোলে ১৭ রানে, সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে যায় লোকেশ রাহুলের দল।
ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ২৭৭ ম্যাচে ৩৫২ ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক রোহিত শর্মা। এর আগে রেকর্ডটি দখলে ছিল পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদির। ৩৯৮ ম্যাচে ৩৫১ ছক্কার মালিক ছিলেন আফ্রিদি।
সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৩তম শতকের দেখা পেয়েছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৫২তম শতক। ১২০ বলে দলের সর্বোচ্চ ১৩৫ রান করা কোহলি ১১টি চার এবং ৭টি ছক্কার মার মেরেছেন।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ১৬ বলে ১৮ করে আউট হন। অপর প্রান্তে রহিত শর্মা ৫টি চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৫৭ রান করেন। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন লোকেশ রাহুল। এছাড়া রবীন্দ্র জাদেজার থেকে আসে ৩২ রান।

ভারতের পড়া ৮ উইকেট সাউথ আফ্রিকার চার পেসার ভাগ করে নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন, নান্দ্রে বার্জার, করবিন বোস এবং ওটানেল বার্টম্যান।
বড় রানের লক্ষ্যে জবাব দিতে খুব একটা সুবিধা করতে পারেনি সাউথ আফ্রিকা। ৭, ০ এবং ৪ রানের জুটিতে প্রথম তিন উইকেট হারানোর পর ৬৬ রানের জুটি গড়েন টনি ডি জর্জি ওও ম্যাথু ব্রিটজকে। ব্রিটজকে পরে ডিওয়াল্ড ব্রেভিস এবং মার্কো জানসেনকে নিয়ে ৫৩ এবং ৯৭ রানের জুটি গড়ে পরাজয়ের ব্যবধান কমায়।
সাউথ আফ্রিকার সর্বোচ্চ ৭২ রান করেন ব্রিটজকে। ৭০ রান আসে জানসেন থেকে। এছাড়া শেষদিকে করবিন বোস থেকে আসে ৬৭ রানের ঝড়ো এক ইনিংস। বস শেষদিকে ৪২, ৪২ এবং ২০ রানের আরও তিনটি জুটি গড়ে দলকে ৩৩২ রানে নিয়ে যান।
ভারতের কুলদীপ যাদব নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন হারশিত রানা এবং ২ উইকেট ঝুলিতে পুরেছেন আর্শদীপ সিং।








