চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌরভের ৭ মাসে সাত অধিনায়ক থাকা নিয়ে সাফ কথা

আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ফরম্যাটে এক অদ্ভুত অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। গত ৭ মাসে সাত অধিনায়কের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। নেতৃত্বের ব্যাটন বিরাট কোহলির কাছ থেকে রোহিত শর্মার কাছে যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব করেন রোহিত। 

তবে সাউথ আফ্রিকা সিরিজে ওয়ানডেতে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। টি-টুয়েন্টিতে সিরিজে অধিনায়ক ছিলেন রিশভ পান্ট। আয়ারল্যান্ড টি-টুয়েন্টি সিরিজে আবার হার্দিক পান্ডিয়াকে দলের নেতৃত্বের সুযোগ দেয়া হয়েছিল।

এর মধ্যে দুটি টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচে ভারতের নেতৃত্বে ছিলেন দিনেশ কার্তিক। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে জাসপ্রিত বুমরাহ ছিলেন নতুন অধিনায়ক।

অতিমাত্রায় ব্যস্ত সূচি ও রোহিতের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে গত ৭ মাসে সাত অধিনায়ক পেয়েছে ভারতীয় ক্রিকেট দল।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী অধিনায়কত্বের ঘনঘন পরিবর্তনের বিষয়ে মুখ খুলেছেন। তার মতে, এমনটি অনিবার্য পরিস্থিতির কারণে ঘটেছে।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে সাতজন ভিন্ন অধিনায়ক থাকা আদর্শ নয়। আমি এ ব্যাপারে একমত। তবে অনিবার্য পরিস্থিতির কারণে এটি ঘটেছে।

রোহিত সাদা বলের ক্রিকেটে সাউথ আফ্রিকায় নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সফরের আগে চোটে পড়েছিল। তাই আমরা রাহুলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলাম তারপর সম্প্রতি সাউথ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ শুরুর একদিন আগে রাহুল চোট পায়।’

বারবার অধিনায়ক বদলের কারণে হেড কোচ রাহুল দ্রাবিড়কে কঠিন চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হয়েছে বলেও জানান সৌরভ। একইসঙ্গে বললেন, পরিস্থিতি কারোর নিয়ন্ত্রণে ছিল না।

‘ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার সময় রোহিতের করোনা হয়েছিল। এই পরিস্থিতির জন্য কারোর দোষ নেই। ক্যালেন্ডার এমনভাবে তৈরি যে আমাদের খেলোয়াড়দের বিরতি দিতে হয়েছে। তারপর ইনজুরি হয়েছে। বেশি খেলার চাপ সামলানোর ব্যবস্থাপনাটাও বড় কারণ।’