চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেস এর পক্ষ থেকে বলা হয়েছে, সোনিয়া গান্ধীর শারিরীক অবস্থা স্থিতিশীল আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কংগ্রেস এর মুখপাত্র রনদ্বীপ সূর্যেওয়ালা এক টুইট বার্তায় বলেছেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছৈ। তার অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কংগ্রেসের সদস্য এবং সকল শুভাকাঙ্খীকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Bkash July

গত ২ জুন সোনিয়া গান্ধীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

 

Labaid
BSH
Bellow Post-Green View