কিছু মানুষ প্রতিদিনই টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে
অর্থপাচার ঠেকানো যাচ্ছে না কেন? এমন প্রশ্ন তুলেছেন কৃষিমন্ত্রী। রাজস্ব সম্মেলনের সমাপনী পর্বে কাস্টমস, ভ্যাট এবং আয়কর কর্মকর্তাদের উপস্থিতিতে মন্ত্রী বলেন, বিদেশ থেকে কষ্টার্জিত অর্থ দেশে পাঠায় প্রবাসীরা; আর এখানে বসে দুর্নীতি, লুটপাট করে গুটি কয়েক মানুষ প্রতিদিন টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে। অর্থপাচার ঠেকাতে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সব সংস্থা এমনকি নিজের ব্যর্থতাও স্বীকার করেন তিনি। করদাতারা বলেন, রাজস্ব আয়ের প্রায় সমান অর্থ এনবিআরের অসাধু কর্মচারীদের পকেটে যায় বলে কর-জিডিপি এতো কম।