
চলে গেলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ নির্মাতা সোহানুর রহমান সোহান। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।
সোহানের মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত।
সন্ধ্যার ৭টার দিকে কাজী হায়াত বলেন, সোহান আর নেই। তার মৃত্যুর খবর পেয়েছি। তাকে দেখতে রওনা হবো।
তিনি বলেন, সোহান অসুস্থ ছিলো। চিকিৎসার জন্য জাপানে যাওয়ার কথা। এরমধ্যে গতকাল (১২ সেপ্টেম্বর) তার স্ত্রী মারা গেছেন। অসুস্থ অবস্থায় সহধর্মিনীকে হারানোর শোক হয়তো সইতে পারেননি।

পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, আজ দুপুরে নিজ বাসায় ঘুমে ছিলেন সোহান ভাই। আমাদের এফডিসির কয়েকজন দুপুরে তাকে দেখতে গিয়েছিলেন। অনেক ডাকাডাকির পরেও ঘুম ভাঙছে না তার, সেন্স ছিল না। তখন পরিবারের সবাই মিলে দ্রুত হাসপাতাল নিয়ে যায়। ৭টার দিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল থেকে চিকিৎসক জানালেন, সোহান ভাই আর নেই।
১৯৬০ সালের ১৫ অক্টোবর বগুড়ার ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন সোহানুর রহমান সোহান। সত্তরের শেষ দিকে শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহান। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছাড়াও বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এরমধ্যে স্বজন,আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা উল্লেখযোগ্য। নব্বই দশকের পরও বেশকিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন সোহানুর রহমান।