এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল দেশ। মঙ্গলবার দিনব্যাপী দেশের বিভিন্ন জায়গায় হয়েছে সহিংসতা। সারাদেশে ছয়জনের প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ। সহিংসতার পথ পরিহারের আহ্বান জানাচ্ছেন শিল্পীরাও। দেশের সুপারস্টার শাকিব খানও তার অবস্থান থেকে চলমান সহিংসতা নিয়ে মন্তব্য করেছেন।
ব্যক্তিগত কাজে বর্তমানে দুবাই আছেন শাকিব খান। সেখান থেকে তিনি তার অফিসিয়াল ফ্যান পেজে বর্তমান সংঘাত নিরসনের আহবান জানিয়েছেন।
শাকিব খান বলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।’
সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে শাকিব বলেন, “আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।”








