নিজেদের আড়াই বছর বয়সী পুত্র সন্তান শেহজাদ খানকে আগলে রাখলেও একসঙ্গে নেই শাকিব খান ও শবনম বুবলী। ঢাকাই সিনে অঙ্গনে কান পাতলেই এমন খবর শোনা যাচ্ছে!
সত্যিই কি শাকিব-বুবলীর সম্পর্ক আর টিকছে না? খবরটি এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে জানাননি। কিংবা তাদের ঘনিষ্ঠজনেরাও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন! তবে গণমাধ্যমে এমন গুঞ্জন চাউর হয়েছে, যে কোনোদিন ‘বিচ্ছেদ’ নিয়ে শাকিব-বুবলীর পক্ষ থেকে আসতে পারে ঘোষণা।
একাধিক দায়িত্বশীল সূত্র খবরটি নিশ্চিত করেছে। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ হয়েছে।
জানা যায়, শাকিব-বুবলীর সম্পর্কের অবনতি হয়েছে আগেই। হয়ে গেছেন আলাদা। সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে সর্বশেষ ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিংয়ে। সেখানেও তাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি ‘ওপেন সিক্রেট’ ভাবে উঠে আসে।
ক্যামেরার সামনে রোম্যান্টিক গানের শুটিং করলেও শাকিব-বুবলী কেউ কাউকে স্পর্শ করেননি। এমনকি করেননি বাক্য বিনিময় ও! যদিও ছবির পরিচালক তপু খান জানান, তিনি ঠিকভাবে শুটিং শেষ করেছেন।
বিভিন্ন সূত্রের দাবী, শাকিব আমেরিকা যাওয়ার পর বুবলীর সাথে দূরত্ব তৈরি হয়। সেখানে তারা সর্বশেষ আন্তরিক ছিলেন। পরে বিভিন্ন গুঞ্জন তাদের দূরত্ব বাড়ায়। বর্তমানে শাকিব-বুবলী দুই মেরুর বাসিন্দা।
আড়াই বছর আগে যুক্তরাষ্ট্রে জন্ম দেয়া সন্তানের খবর গোপন রাখেন শাকিব-বুবলী। শাকিবের বড় ছেলে আব্রামের জন্মদিনে গত ২৭ সেপ্টেম্বর বেবিবাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপরই শেহজাদের খবরটি প্রকাশ্যে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেহজাদকে নিজেদের সন্তান বলে পরিচয় করিয়ে দেন শাকিব খান ও বুবলী।
‘বসগিরি’ থেকে ‘লিডার আমিই বাংলাদেশ’ এই সাত বছরে ১১টির মতো ছবি করেন শাকিব-বুবলী। সম্প্রতি বুবলী ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। ২০২০ সালে ২১ মার্চ শেহজাদের জন্ম হয়।







