অ্যাডিলেড টেস্টে বিতণ্ডায় জড়িয়েছিলেন মোহাম্মদ সিরাজ ও ট্রাভিস হেড। শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেলেন দুজনই। ভারত পেসার সিরাজকে অর্থ জরিমানা করা হলেও অস্ট্রেলিয়া ব্যাটার হেডকে কেবল তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির কথা জানিয়েছে আইসিসি। সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। হেডকে তিরস্কারের পাশাপাশি শাস্তি দেয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে সিরাজের বলে আউট হন ১৪০ রান করা হেড। আউটের পর অজি ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখান সিরাজ। চলে যাওয়ার সময় সিরাজকে উদ্দেশ্য করে কিছু একটা মন্তব্যও করেন তিনি। সিরাজও চোখ বড় করে ক্ষোভ প্রকাশ করেন।
ম্যাঠে সিরাজের উদ্দেশ্যে হেড কী বলেছিলেন তা শোনা না গেলেও সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন। হেড বলেন, ‘তাকে বলেছিলাম, ভালো বল করেছ। সে অন্যকিছু মনে করেছে। যখন আমাকে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেছে, তখন কিছু কথা শুনিয়েছি। তবে পুরো বিষয়টা যেভাবে প্রকাশ হল, তাতে আমি কিছুটা হতাশ।’
হেডের দাবি মিথ্যাচার বলেছেন সিরাজ। বলেছেন, ‘ভালো বল করেছি, সংবাদ সম্মেলনে বলা তার এই কথাটা মিথ্যাচার। টিভিতে দেখলে বুঝবেন, আসলে কী বলেছিল। আমি শুধু উদযাপন করেছিলাম। সে আমাকে প্রথমে গালিগালাজ করে। টিভিতে আবার রিপ্লে দেখতে পারেন।’








