চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বর্ষসেরার ‘স্যার গ্যারি সোবার্স’ ট্রফিও বাবরের

আইসিসির ছেলেদের বর্ষসেরা ‘স্যার গ্যারি সোবার্স’ ট্রফির জন্য নির্বাচিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার জানায় সেরা হিসেবে ওয়ানডের বর্তমান শীর্ষ ব্যাটারের নাম।

২০২২ সালের জন্য আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়কও করা হয়েছে বাবরকে। ২০২১ সালের পর ২০২২ সালের ওয়ানডে বর্ষসেরার পুরস্কার উঠেছে ২৮ বর্ষী ক্রিকেটারের ঝুলিতেই।

Bkash July

গত পঞ্জিকাবর্ষে বাবর সবমিলিয়ে ৪৪ ম্যাচে করেছেন ২,৫৯৮ রান। ৫৪.১২ গড়ের সঙ্গে আছে ৮ সেঞ্চুরি ও ১৫টি। গতবছর তিনি সব সংস্করণ মিলিয়ে ২৫৯৮ রান করেছেন।

টেস্টে করেছেন ১,১৮৪ রান। একদিনের ক্রিকেটে তিন সিরিজের সবকটি জিতেছেন। গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়েছে তার দল।

Reneta June

অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট হলে অজিরা ৪০৮ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০৬ রানের লক্ষ্য দেয়। তবে পাকিস্তানকে অলআউট করতে পারেনি। বাবর ২২৮ ও ১১৫ রানের দুটি জুটি গড়ে ক্যারিয়ারসেরা ১৯৬ রানের ইনিংস খেলে আউট হন। চতুর্থ ইনিংসে কোনো অধিনায়কের সেরা যেটি। ম্যাচ ড্র হয়। ওই ইনিংস তাকে সেরা হতে সাহায্য করেছে।

Labaid
BSH
Bellow Post-Green View