এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে হতাশ হয়ে ফিরেছে বাংলাদেশ। দুই ম্যাচে পরাজয় এবং এক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার স্মৃতি নিয়ে গ্রুপপর্ব থেকে বিদায় হয় টিম টাইগার্সের। দলের পারফরম্যান্স সন্তোষজনক না হলেও কোচিং প্যানেল নিয়ে সন্তুষ্ট বিসিবি। প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতে পরিবর্তন এসেছিল। বোর্ড সভাপতির দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেয়ার পর জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আনেন। বরখাস্ত করেন চন্ডিকা হাথুরুসিংহেকে। প্রধান কোচ হিসেবে ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে বিসিবির। তবে দুজনকেই ধরে রাখতে চায় বোর্ড। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাদের উপর দায়িত্ব দিতে চায়। দুই কোচের সম্মতি পেলে চূড়ান্ত হবে আলোচনা।
সোমবার বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি জানিয়েছেন। বলেছেন, ‘দ্রুতই সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে আলোচনা সেরে নিতে চায় বোর্ড।’
নাজমুল আবেদীন বলেছেন, ‘ আমাদের প্রধান কোচ ও সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্ত আছে। আমরা সন্তুষ্ট, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে তাদের নিয়ে। তাদের সঙ্গে আবার যোগাযোগ করবো। যদি বোঝাপড়া না হয়, তাহলে বাইরে খুঁজতে হবে। তবে আমরা আশা করছি, আমাদের সঙ্গে যারা ছিল, তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব। আমাদের একজন খুব উঁচুমানের ফিল্ডিং কোচ দরকার। এ বিষয়েও আলাপ হয়েছে।’
সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে চুক্তি নবায়ন করলে মেয়াদ কতদিন হতে পারে সেই ধারণাও দিয়েছেন নাজমুল আবেদীন। বলেছেন, ‘আমরা চেষ্টা করব, তাদেরকে লম্বা সময়ের জন্য রাখতে। সেটা হতে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দীর্ঘমেয়াদি একটা কিছু আমাদেরকে করতেই হবে।’
নতুন করে ফিল্ডিং কোচ নিয়োগ নিয়েও ভাবছে বিসিবি। নাজমুল আবেদীন বলেছেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারটিতে আমরা জোর দিতে চাই। দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই, তা নয়। তবে আমাদের মনে হয়েছে, খুব উঁচুমানের ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল নয়, নিচেও কাজ করবে। এইচপি দলে ডেভেলপমেন্টে কাজ করতে চাইবে। এজন্য দুজন ফিল্ডিং কোচের কথা এসেছে এবং আমরা দুজন কোচ নেয়ার চেষ্টা করব।’








