চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বুয়েট এবং পারটেক্স স্টার গ্রুপ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

KSRM

পারটেক্স স্টার গ্রুপ সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যার মাধ্যমে পারটেক্স স্টার গ্রুপ তার বিভিন্ন পণ্যের টেকসই, মানসম্পন্ন এবং আর্থিক সাশ্রয়ী উদ্ভাবন ও গবেষণার জন্য বুয়েটের রিসার্চ এ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই) এর সাথে যৌথভাবে কাজ করবে।

বিশেষ করে বাংলাদেশে পারটেক্স স্টার গ্রুপ পার্টিকেল বোর্ড, কেবলস, জিপসাম, ফার্নিচার, এ্যাডহেসিভস, বিল্ডার্স, এগ্রো, হোম কেয়ার, লজিস্টিকস ও গার্মেন্টস শিপ্লের উৎপাদন ও বিপণনের সাথে সম্পর্কিত কাঁচামালের বিকল্প উৎসের সন্ধান করা, শক্তি সাশ্রয় করে এমন পণ্য উৎপাদন করাসহ পণ্যের মানোন্নয়নের জন্য গবেষণা কর্মে বিনিয়োগ করবে।

Bkash July

অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আম্মান আল-আজিজ বলেন, বুয়েটের সাথে এই যৌথ গবেষণা কর্মের মাধ্যমে আমরা দেশের ভোক্তাদেরকে আরও সহজে টেকসই ও মানসম্মত পণ্য পৌছে দিতে চাই। তাছাড়া বিভিন্ন পণ্যের উৎপাদন এর কাঁচামাল আমদানির জন্য আমাদেরকে বিদেশের ওপর নির্ভর করতে হয়। সেই নির্ভরতা কমিয়ে এনে কীভাবে দেশের কাঁচামালের বিকল্প উৎসের সন্ধান করা যায় সেটা এই যৌথ গবেষণা থেকে বেরিয়ে আসবে আশা করছি। এর মাধ্যমে আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবো।

এই সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর- আম্মান আল আজিজ, ডিরেক্টর- আমিদ আল আজিজ, ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর- ড. মো. নিজামুল হক ভুঁইয়া, সিওও (ক্ল্যাস্টার-১)- সুমন শাহেদ পাটোয়ারী, সিওপি- মোঃ তোফাজ্জল হোসেন, কমপেনসেশন এন্ড বেনেফিট ইনচার্জ- সুজন সাহা, লিড প্রোডাকশন- তবিউর রহমান, আর এন্ড ডি এবং প্রসেস ইনোভেশন লিড- সাজ্জাদ হোসেন। বুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যাটেরিয়ালস রিসার্স সেন্টারের ডিরেক্টর – ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, অধ্যাপক মো. কামরুল হাসান, অধ্যাপক ড. ফাহমিদা গুলশান এবং সহযোগী অধ্যাপক ডঃ মোঃ মুকতাদির বিল্লাহসহ উভয় পক্ষের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View