চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আজ সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশন, বসবে তারকাদের মেলা

KSRM

রবিবার রাতে মুম্বাইয়ের বিলাস বহুল সেন্ট রেগিস হোটেলে আয়োজন করা হবে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশন অনুষ্ঠানের। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের অনেক তারকারাই।

ভারতের সময় রাত ৮.৩০ টা থেকে শুরু হবে অনুষ্ঠান। জানা গেছে, নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যাবেন সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ভূষণ কুমার, মীরা রাজপুত, শহিদ কাপুর, করণ জোহর-সহ আরও অনেকে।

Bkash

রিসেপশনে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি কী পরবেন তা নিয়ে ভক্তদের জল্পনাকল্পনার শেষ নেই। শুধু সিদ্ধার্থ-কিয়ারাই নয়, রিসেপশনের তারকা অতিথিরাও কে কোন সাজে আসবেন তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

সিদ্ধার্থের পরিবার দিল্লিতে থাকে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে দিল্লিতেই ছিলেন কিয়ারও। রিসেপশনের জন্য শনিবারই মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন সিড-কিয়ারা।

Reneta June

৭ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষার পর সাত পাকে বাঁধা পড়েছেন ‘শেরশাহ’ জুটি। বিয়ের রাতে নিজেরাই সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে ছবি শেয়ার করেছেন নবদম্পতি।

সূত্র: পিঙ্কভিলা 

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View