চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গান-নাচ-কবিতায় বর্ষা বরণ

পহেলা আষাঢ় আজ। বর্ষার প্রথম দিন। বছর ঘুরে আবারও চলে এল বৃষ্টির দিন। এ দিনটিকে বরণ করে নিতে সংগীতময় এক আয়োজন করেছে চ্যানেল আই।

বাংলার কবিদের গানে-কবিতায় বর্ষা-বন্দনায় ফুটে উঠেছে এদেশের মানুষের বর্ষার প্রতি ভালোবাসা। বর্ষাকে অন্য মাত্রা দিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আষাঢ়ের প্রথম প্রহরে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ আয়োজনে রবীন্দ্রনাথের বর্ষার আগমনী গান গাইলেন জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার সুরের ধারার শিল্পীবৃন্দ। সেই সাথে ছিল নৃত্য পরিবেশনা ও কবিতা আবৃত্তি।

অনুষ্ঠানটি চ্যানেল আই ছাতিমতলা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।