তামিমের হঠাৎ অবসরের ঘোষণায় বিষণ্ন তারা
প্রিয় ক্রিকেটারের অবসরের ঘোষণায় সোশাল মিডিয়া যেন আজ বিষণ্ণ নদী! সবার ওয়াল ভরে উঠেছে মন খারাপের বার্তায়!

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দেশের ক্রিকেটের তারকা মুখ তামিম ইকবাল। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আচমকা এমন ঘোষণা দিলেন এই ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই ওপেনারের এমন সিদ্ধান্তে বিষণ্ণ দেশের ক্রিকেটপ্রেমী জনতা।
সাধারণ ক্রিকেট পাগল মানুষেরা তামিমের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। প্রিয় ক্রিকেটারের অবসরের ঘোষণায় সোশাল মিডিয়া যেন আজ বিষণ্ণ নদী! সবার ওয়াল ভরে উঠেছে মন খারাপের বার্তায়! প্রিয় ক্রিকেটারের এমন অশ্রুসজল চোখে বিদায় বলাটা মেনে নিতে কষ্ট হচ্ছে শোবিজ অঙ্গনের মানুষেরও। তামিমের বিদায়ে শোবিজ অঙ্গনের এমন কিছু মানুষের প্রতিক্রিয়া থাকলো:
শিহাব শাহীন, নির্মাতা
শতাব্দী ওয়াদুদ, অভিনেতা
আশফাক নিপুন, নির্মাতা
রাশেদ মামুন অপু, অভিনেতা

নিলয় আলমগীর, অভিনেতা
ইয়াশ রোহান, অভিনেতা
রবিউল ইসলাম জীবন, গীতিকার
বিজ্ঞাপন
মাবরুর রশিদ বান্নাহ, নির্মাতা
কিশোর, সংগীতশিল্পী
জাহারা মিতু, চিত্রনায়িকা
বিজ্ঞাপন