চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাবেক জাতীয় শ্যুটার মিন্টু মারা গেছেন

সাবেক জাতীয় শ্যুটার, বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন ও বিকেএসপি শ্যুটিং বিভাগের সাবেক কোচ আইয়ুব হোসেন মিন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাত ২টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার বাদ যোহর পাবনা সাধুপাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানাজা সম্পন্ন হয়।

Bkash July

আশির দশকে শ্যুটিং ক্যারিয়ার শুরু করেন মিন্টু। ১৯৯২ সালে কলম্বোয় সার্ক শ্যুটিংয়ের আসরে পিস্তল ইভেন্টে অংশ নিয়ে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক জিতেছিলেন। ১৯৯৫ সালে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) হওয়া এসএ গেমসে অংশ নিয়েছিলেন।

শারীরিকভাবে ডায়াবেটিসের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছিলেন মিন্টু। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন।

Labaid
BSH
Bellow Post-Green View