চ্যানেল আই ব্যান্ড ফেস্টে গান পরিবেশন করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন। দুপুর একটার দিকে গাইতে মঞ্চে ওঠে গানে গানে নাগরিক সুখ দুঃখের কথা বলা ব্যান্ডটি।
এর লিড ভোকাল শেখ ইশতিয়াক বলেন, প্রয়াত আইয়ুব বাচ্চু ভাইকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি। তার কথাতেই দিনটি চ্যানেল আই দেশের ব্যান্ডগুলোর জন্য ভেবেছে। ব্যান্ড ফেস্টের আজ ১২তম বছরে আমি শুধু এতটুকুই বলতে চাই, ১২০০ বছর বেঁচে থাকুক চ্যানেল আই ব্যান্ড ফেস্ট।
এরপর শিরোনামহীন প্রয়াত রক আইকন আইয়ুব বাচ্চুর স্মরণে তাকে উৎসর্গ করে ‘এই অবেলায়’ গানটি পরিবেশন করে। গান পরিবেশন শেষে শিরোনামহীনের গান সম্মাননা স্মারণ তুলে দেন মানাম আহমেদ।
প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’। ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিবেদিত প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২ তম এই ব্যান্ড ফেস্ট মাতাচ্ছে ১২ টি দল।
১ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিট থেকে দিনব্যাপী চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে ব্যান্ড ফেস্ট। এবারের আয়োজনে শিরোনামহীনসহ যে ১২টি ব্যান্ড পারফর্ম করছে- উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং এবং তরুণ।







