এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথমদিনে হতশ্রী কেটেছে বাংলাদেশের। প্রথম ইনিংসে কেবল ১৯১ রানে গুটিয়ে যায় টাইগার ইনিংস। দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বোলারদের কারণে। ২৭৩ রানে থামিয়েছে রোডেশিয়ানদের। ৮২ রানে পিছিয়ে থেকে ১ উইকেটে ৫৭ রান তুলে দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন মাঠে নামার আগে জয়ের কথাই ভাবছে টিম টাইগার্স। সফরকারীদের অন্তত ৩০০ রানের লক্ষ্য দিতে চায় লাল-সবুজের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন ৫ উইকেট তোলা মেহেদী হাসান মিরাজ। লক্ষ্যের কথা জানালেন তিনি।
টাইগার অলরাউন্ডার বলেছেন, ‘আমরা যদি ঠিকমতো ব্যাট করি, তাহলে ৩৫০-৪০০ রান করতে পারব। আর টেস্টে ৩০০ রানের লক্ষ্যমাত্রা কঠিন।’
বড় লক্ষ্য দেয়া মানে বড় জুটি গড়ে তোলা। সেটার দিকে মনোযোগ দেয়ার কথাও বলেছেন টাইগার অলরাউন্ডার। মিরাজের মতে, ‘আমাদের জুটি গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের হাতে তিন দিন বাকি আছে, আমরা তাদের যতটা সম্ভব তাড়া করার সুযোগ দেয়ার চেষ্টা করব এবং আমাদের বোলারদের আরামে বল করার সুযোগ দেব।’
দ্বিতীয় ইনিংসেও যে ঘুরে দাঁড়ানো যায় সেই উদহারণ দিতে ওয়েস্ট সিরিজের কথা মনে করিয়ে দিলেন মিরাজ। বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ১৭৪ রানে অলআউট হয়ে গিয়েছিলাম। সেই ম্যাচ থেকে আমরা অনেককিছু শিখেছি। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা ঘরের মাঠেও তা করতে পারি। আমাদের ব্যাটসম্যানদের উপর আমাদের আস্থা আছে, যারা যথেষ্ট অভিজ্ঞ। দুটি জুটি পরিস্থিতি বদলে দিতে পারে।’








