ঘরের মাঠের বিশ্বকাপে প্রথম চার ম্যাচে একাদশে জায়গা পাননি ভারতের পেসার মোহাম্মদ শামি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নেমে দুর্দান্ত বোলিং করেন। পরে ইংল্যান্ডের বিপক্ষেও ভালো বোলিং দেখে কিউইদের সাবেক সাইমন ডুল বলছেন, শামি পুরোই আগুন।
৫৪ বর্ষী কিউই সাবেক পেসার বলেছেন, ‘মোহাম্মদ শামিকে আমার ভালো লাগে। এটা শামির জন্য প্রথম নয়। দল থেকে বাদ পড়ে ফিরে অসাধারণ পারফরম্যান্স দিয়েছে।’
‘যেভাবে সিম ধরে বল করে, সেটা ভালোবাসি এবং সবধরনের ক্রিকেটে অন্যতম সেরা এটি। তার বোলিং আগুনঝরা এবং দলে সম্ভবত স্থায়ীভাবে খেলছে। হার্দিক পান্ডিয়াকে ছাড়া ভারত পাঁচ বোলার নিয়ে সামলাতে পারবে? অবশ্যই তারা পারবে।’
হার্দিক পান্ডিয়ার চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে নেমে ৫ উইকেট নেন শামি। ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন।








