পাকিস্তানের বিপক্ষে দুইম্যাচের সিরিজ জয়ের পর গত ৫ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। সে দিনই ইংল্যান্ডের বিমান ধরেন সাকিব আল হাসান। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন ৩৭ বর্ষী সাকিব।
টনটনে সমারসেটের বিপক্ষে সোমবার সারের হয়ে খেলবেন সাকিব। বিকাল চারটায় শুরু হবে মাঠের লড়াই। এই চারদিনের ম্যাচ খেলে আবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই তারকা।
ইংল্যান্ড-শ্রীলঙ্কা চলমান টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য সারের আটজন খেলোয়াড় রয়েছেন জাতীয় দলে। যে কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের মাঝে অভিজ্ঞ সাকিবকে দলে টানেন সারে ক্রিকেট পরিচালক অ্যালেক স্টুয়ার্ট।
সাকিবকে নিয়ে দারুণ আশাবাদী স্টুয়ার্ট বলেছেন, ‘আমরা আগেই ধারণা করেছিলাম এই ম্যাচটি এমন হতে পারে। যখন সাকিবের মতো মানের খেলোয়াড়কে ক্লাবে আনার সুযোগ এসেছিল, তখন সিদ্ধান্ত নেয়াটা আমাদের জন্য সহজ ছিল। দারুণ ব্যাটিং-বোলিং পারফরম্যান্সের সঙ্গে তার প্রচুর অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। সে সারের জন্য সে কী করতে পারে তা দেখার অপেক্ষায় আছি।’
১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে। দলের সঙ্গে সরাসরি ইংল্যান্ড থেকে দলের সঙ্গে যোগ দেবেন সাকিবও।







