এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বলে-ব্যাটে বিশ্বকাপটা ভালো যায়নি সাকিব আল হাসানের। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষ করা টাইগার অলরাউন্ডারের সামনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা। তারপর রয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। নিজের ক্যারিয়ার নিয়ে দীর্ঘ পরিকল্পনায় যাচ্ছে না। সামনের টেস্ট সিরিজ পর্যন্ত ক্যারিয়ার লম্বা করার আপাতত ভাবনা সাকিবের।
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে সাকিব জানান কীভাবে এগোতে চান সামনে। ৩৭ বর্ষী ক্রিকেটারের ক্যারিয়ার নিয়ে দীর্ঘ ভাবনা যে নেই, সেটি স্পষ্ট তার কথাতেই।
‘নিজেকে নিয়ে এখনও তেমন কোনো পরিকল্পনা নেই। আপাতত পরিকল্পনা হচ্ছে, দুইটা টি-টুয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটার জন্য এখন যাচ্ছি। এরপর থাকবে গ্লোবাল টি-টুয়েন্টি, যেটা কানাডাতে হবে। পরপর দুইটা টুর্নামেন্ট খেলি, দেখি আমার কী অবস্থা।’
বাংলাদেশের তিন ক্রিকেটার খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। গ্লোবাল টি-টুয়েন্টিতে সাকিব ছাড়াও আছেন আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। এসব বিদেশি লিগ খেলার জন্য আগামী ১১ আগস্ট পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ক্রিকেটাররা। এরপর আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী আগস্টের তৃতীয় সপ্তাহে দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
‘এরপর (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) দেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আছে, পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। আপাতত পরিকল্পনা এতটুকুই। খুব বেশি পরিকল্পনা করিনি। নিজের (অবস্থা) বোঝার দরকার আছে। এখন আসলে ওরকম সময় নেই ৩-৪ বছরের পরিকল্পনা করার। আমার মনে হয় ৩-৬ মাস পরিকল্পনা করাই ভালো এবং পরবর্তী পরিকল্পনাটা তারপরে। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্তই পরিকল্পনা আছে।’-বলেন সাকিব







