ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। হালকা চোটে ভুগতে থাকা সাকিব এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে ফেললেও তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে টাইগার দলে তারকা অলরাউন্ডারের প্রভাব অনেকবেশি, সেটা মানছে ভারতও। বুমরাহ-সিরাজদের বোলিং কোচ পারাস মামব্রে বললেন, সাকিব চ্যাম্পিয়ন খেলোয়াড়। সঙ্গে বলেছেন, সেটা ভারতের জন্য কোনো ব্যাপারও না।
বৃহস্পতিবার পুনেতে আসরে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচ শুরু। আগের তিন ম্যাচের কেবল একটিতে জিতেছে সাকিবের দর। অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় রোহিত শর্মার দল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে ভারতের ৫১ বর্ষী সাবেক খেলোয়াড় মামব্রে বলেছেন, ‘আমরা জানি সে ভালো খেলোয়াড়। বাংলাদেশের হয়ে দারুণ করেছে। সে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। দলের জন্য ব্যাটিংয়ে ভূমিকা রাখে, বোলিংটাও ভালো করে। পাওয়ার প্লেতেও বোলিং করে। সে একজন কোয়ালিটি বোলার।’
হালকা চোটে ভুগতে থাকা সাকিবের ম্যাচে থাকা না থাকা নিয়ে ভারতের বোলিং কোচ বললেন, ‘আমাদের জন্য আসলে এটা ম্যাটার করে না। আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা বাস্তবায়ন করাটাই ব্যাপার। আমাদের ম্যাচ পরিকল্পনা আছে।’








