চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এখন বোবা থাকার আর সময় নেই: শাকিব

বছরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান। হয়তো এ কারণেই তাকে অন্যদের চেয়ে একটু বেশি সমালোচিত হতে হয়। রুপালি পর্দায় তুমুল জনপ্রিয় হলেও ব্যক্তিগত জীবন ঘিরে শাকিবকে একাধিকবার বিতর্কে পড়তে হয়েছে। কিন্তু বারবার এতো কেন সমালোচিত হতে হয় তাকে?

রবিবার সন্ধ্যায় ‘কথিত প্রযোজক’ রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের শেষে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় শাকিবকে।

Bkash July

এ সময় শাকিব খান বলেন, শাকিব খান কয়টা আছে যে তার নামে অভিযোগ আসবে? শাকিব খান তো একটাই। তাই একজনের বিষয়ে অভিযোগ আসবে, তার যারা শত্রু আছে তারা বদনাম গাইতে থাকবে এবং শাকিব খানের যারা ফ্যান ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষী তারাই বেশি ভালোবাসা দেবে।

তিনি আরও বলেন, আজ আমি আছি, কালকে আমার জায়গায় যে আসবে তাকেও এগুলো ফেইস করতে হবে, এটাই স্বাভাবিক।

Reneta June

ব্যক্তিগত জীবন ঘিরে সমস্যাকে পুঁজি করে একটি কুচক্রী মহল আমাকে থামাতে চেয়েছিল উল্লেখ করে শাকিব খান, বুবলীর সঙ্গে আমার ইস্যুটা সামলে এনে সেই খারাপ মহল ভেবেছিল শাকিব অধ্যায় এখানে শেষ। তা হয়নি, সেই সুযোগ নিয়ে আবার এই প্রতারক রহমত উল্লাহকে আনা হয়েছে।

শাকিব খান আরও বলেন, আমি খুব বেশি মিডিয়ার সামনে আসিনা। সোশ্যাল মিডিয়াতে থাকি না। আমার বিরুদ্ধে যা অভিযোগ আসে দুদিন পর কিন্তু সব ভুল ভেঙে যায়। এজন্য আমি চুপচাপ থাকি, প্রতিবাদ কম করি। আমাকে যারা ভালোবাসে, তারা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়।

”কিন্তু এবার আমার মনে হয়েছে, এখন বোবা থাকার আর সময় নেই। আসলে যে যেমন তার সঙ্গে তেমন করা উচিত। যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া উচিত।”

Labaid
BSH
Bellow Post-Green View