ঢালিউড সুপারস্টার শাকিব খান ব্যবসায়িক রিমার্ক-হারল্যান এখন দেশব্যাপী জনপ্রিয়। এই হোম কেয়ার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।
এই কোম্পানির আগেই সঙ্গে যুক্ত হয়েছিলেন সাকিব আল হাসান, পরীমনি, মীম, পূজা চেরী, তানজিন তিশা, দীঘিরা। এবার যুক্ত হলেন সিয়াম।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, শনিবার গুলশানে কোম্পানির কর্পোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কোম্পানির ডিরেক্টর শাকিব খান ফুলেল অভ্যর্থনার মাধ্যমে সিয়াম আহমেদকে স্বাগত জানান।
সেখানে আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শাকিবের প্রত্যাশা, কোম্পানির প্রচার ও প্রসারে সিয়ামের মতো এই সময়ের একজন প্রতিভাবান শিল্পী উল্লেখযোগ্য অবদান রাখবেন।
সিয়াম বলেন, দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সাথে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। শীঘ্রই এর বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে ও হারল্যান স্টোরের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দেখতে পাবেন ভক্তরা।”
আন্তর্জাতিক মানের হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কালার কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক-হারল্যান ভোক্তাদের দোরগোড়ায় সর্বোচ্চ মানের পণ্য ও সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ রিমার্ক-হারল্যান।







