এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আবুধাবী টি-১০ লিগে প্রথম ম্যাচে নেমে উইকেট পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে আউট করেন স্যাম্প আর্মির ওপেনার ফ্যাফ ডু প্লেসিসকে। আসরের শুরুতে বোলিংয়ে ঝলক দেখান ৩৬ বর্ষী তারকা।
আসরের প্রথম ম্যাচে ব্যাটে নামার সুযোগ পাননি সাকিব। বাংলা টাইগার্স হারায় মাত্র একটি উইকেট, সেটি আবার ওপেনার লুকমান ফয়সালের। সাকিবের চারে নামার কথা থাকলেও সুযোগ আসেনি। তবে বলে এসে প্রথম ওভারেই সাফল্য এনে দেন বাঁহাতি স্পিনার।
দ্বিতীয় ওভারে এসে আরেকটি উইকেট নেন সাকিব। নিজের দ্বিতীয় ও শেষ ওভারে ফেরান স্যাম্প আর্মির অধিনায়ক রোহান মুস্তফাকে। ২ ওভার বল করে তিনি দিয়েছেন ১৪ রান, নিয়েছেন ২টি উইকেট। ইনিংসে সপ্তম ওভারে দুর্দান্ত এক থ্রোতে রান আউট করেন দলটির অপর ওপেনার আন্দ্রিয়েস গাউসকে।
আসরে নিজেদের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলা টাইগার্স নির্ধারিত ওভার শেষে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৬ রান। ২৭ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন তিনে নামা দাসুন শানাকা। ওপেনার হযরতউল্লাহ জাজাইয়ের ব্যাটে আসে অপরাজিত ৩৫ রান।
খেলায় তিন বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে স্যাম্প আর্মি।







