এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আর দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। লাল-সবুজের জার্সিতেও খেলা হচ্ছে না প্রায় বছর খানেক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সরব উপস্থিতি টাইগার কিংবদন্তির। দেশের ক্রিকেটে তার ফেরা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে বিসিবি পরিচালক ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানালেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময়ই খোলা।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন জানান ইফতেখার রহমান। বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে বাংলাদেশের গ্রেটেস্ট সাকিব আল হাসান। এটার কোনো দ্বিতীয় মত কেউ বলতে পারবেন না। তার জন্য দরজা সবসময় খোলা।’
তবে বিষয়টি ক্রিকেট পরিচালনা বিভাগ ও টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন ইফতেখার। বলেছেন, ‘এখন এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপরে যে, তারা কী চিন্তা করছে। যেই জিনিসটা এখন হয়েছে… আগে কীভাবে চলেছে জানি না। কিন্তু এখন বর্তমান (বিসিবি) প্রেসিডেন্ট যেটা করেছেন, পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স এবং টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের ওপর দেয়া হয়েছে। তাদেরও তো নজরে আসছে। সেটা দেখা হবে। অবশ্যই তাদের এটি দেখা উচিত।’







