ফেনী, নোয়াখালী অঞ্চলে বানভাসি মানুষদের পাশে দাঁড়ালেন অভিনেতা, উপস্থাপক, নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। ওই অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। তাদের বিশুদ্ধ পানি সরবরাহ করতে জয় এগিয়ে এলেন।
ত্রিশ হাজার বন্যার্তদের বিশুদ্ধ পানি দিলেন জয়। শুক্রবার বিকেলে আস সুন্নাহ ফাউন্ডেশন এবং টিএসসি-তে গাড়ি ভর্তি করে বিশুদ্ধ পানি পাঠিয়েছেন। জয় জানিয়েছেন, সেনাবাহিনীর মাধ্যমেও বিশুদ্ধ পানি পাঠানোর ব্যবস্থা করছেন তিনি।
জয় বলেন, পানির কারণে হাজার হাজার জীবন আজ মৃত্যুর মুখে, আবার বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা না করলে কোনো জীবন বাঁচবে না।
জয় বলেন, এ কারণে শুরুতে ত্রিশ হাজার বিশুদ্ধ পানি পাঠিয়েছি। এছাড়া ব্যক্তি পর্যায়ে যারা যাচ্ছেন তাদের কাছেও বিশুদ্ধ পানি দিয়েছি।
‘আগামীতে প্রয়োজনে ওষুধ, শুকনো খাবার পাঠাবো। ওই অঞ্চলে খোঁজ নিয়ে জানতে পেরেছি, সেখানে অর্থের চেয়ে খাবার এবং বিশুদ্ধ পানিটা আগে প্রয়োজন। তাই নিজ উদ্যোগে বিশুদ্ধ পানি পাঠিয়েছি।’-বললেন জয়।
বুধবার সকালে ভারত থেকে আসা পানির কারণে চট্টগ্রাম বিভাগ ও সিলেটের ১০টির মতো জেলা তলিয়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের উদ্ধারে তৎপর রাজধানীসহ বিভিন্ন জেলার মানুষ।








