চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অল্প সময়েই রেকর্ড গড়লো শহীদের ‘ফারজি’!

ওটিটি প্লাফর্মে আত্মপ্রকাশ করেই বড় ধরনের ধামাকা দেখালেন বলিউড তারকা শহীদ কাপুর। কেননা তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘ফারজি’ সবচেয়ে বেশি দেখা ভারতীয় সিরিজের খেতাব জিতল!

শহীদ কাপুর এবং বিজয় সেতুপতি অভিনীত এই সিরিজের ভিউ ইতিমধ্যে ৩৭ মিলিয়ন পেরিয়ে গিয়েছে! গত ফেব্রুয়ারি মাসে অ্যামাজন প্রাইম ভিডিওতে এই সিরিজ মুক্তি পায়। যার পরিচালনা করেছিলেন রাজ এবং ডিকে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ি, এই সপ্তাহে ‘ফারজি’ ‘মির্জাপুর’ কেও টপকে গিয়ে মোস্ট ওয়াচড ভারতীয় সিরিজের রেকর্ড গড়েছে! যা অতি অল্প সময়েই গড়ছে ‘ফারজি’। তবে শুধু পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর’কে নয় এই ওয়েব সিরিজটি অজয় দেবগনের ‘রুদ্র’, জিতেন্দ্র কুমারের ‘পঞ্চায়েত’, আদিত্য রয় কাপুরের ‘দ্য নাইট ম্যানেজার’কে ছাপিয়ে গেল ভিউজের নিরিখে!

শহীদ কাপুর তার ইনস্টাগ্রামে এই খবর পোস্ট করে লেখেন, ‘ফারজি ফিভার, সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ সেই পোস্টে তিনি ফারজির ডেটা পোস্ট করেন।

সিরিজটিতে স্ট্রিট স্মার্ট ক্রিমিনালের চরিত্রে দেখা গিয়েছে শহীদ কাপুরকে। যিনি সহজে অর্থ রোজগার করতে চান। সেই কারণে নিখুঁতভাবে টাকা বানান তিনি। অন্যদিকে বিজয় সেতুপতিকে এখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে।

এছাড়াও এই সিরিজে আরও অভিনয় করেছেন রাশি খান্না, কে কে মেনন, অমল পালেকর, ভুবন আরোরা, জাকির হোসেন প্রমুখ। সমালোচক এবং দর্শকদের থেকে এই সিরিজটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

সূত্র: জি নিউজ