বলিউড বাদশা শাহরুখ খানের ঐতিহাসিক বাড়ি ‘মান্নাত’-এ চলছে বড়সড় সংস্কার কাজ। এই সময় খান পরিবার অস্থায়ীভাবে একটি ভাড়া ফ্ল্যাটে বাস করছেন। তবে সম্প্রতি গৌরী খান আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, যার ভাড়া মাসিক ১.৩৫ লক্ষ টাকা!
প্রশ্ন উঠতেই পারে—আরও একটি ফ্ল্যাট কেন? ‘মান্নাত’-এর সংস্কার কাজ চলাকালীন শাহরুখ খান ও গৌরী খান পরিবারের সঙ্গে আপাতত থাকছেন মুম্বাইয়ের বান্দ্রার পুজা কাসা বিল্ডিংয়ে ভাড়া নেওয়া বিলাসবহুল দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে। তবে পরিবারের পাশেই স্টাফদের থাকার সুব্যবস্থা করতে গৌরী খান ভাড়া নিয়েছেন আরেকটি ফ্ল্যাট, যার পেছনে রয়েছে বেশ মানবিক এক চিন্তা।
পালি হিলের পানকজ সোসাইটিতে ৭২৫ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটটিতে রয়েছে একটি হল, রান্নাঘর, দুটি বেডরুম এবং দুটি বাথরুম। পুজা কাসা থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত এই ফ্ল্যাটটি মূলত স্টাফদের আবাসনের জন্য নেওয়া হয়েছে। মাসিক ভাড়া ১.৩৫ লক্ষ রুপি, সঙ্গে ৪.০৫ লক্ষ রুপির সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়েছে। ফ্ল্যাটটি তিন বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে, এবং প্রতি বছর ভাড়ায় ৫ শতাংশ হারে বৃদ্ধি হবে।
চুক্তি অনুযায়ী, এই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছে সঞ্জয় কিশোর রামানি নামের একজন মালিকের কাছ থেকে, এবং এটি ব্যবহার করা হবে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত স্টাফদের আবাস হিসেবে। গৌরী খান, যিনি নিজে একজন সফল ইন্টিরিয়র ডিজাইনার, পরিবার ও স্টাফদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছেন।
শাহরুখ-গৌরীর আইকনিক বাড়ি ‘মন্নত’ বর্তমানে বড় ধরনের সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে দুটো নতুন তলা যোগ করা হচ্ছে। যেহেতু এটি একটি গ্রেড ২-বি হেরিটেজ বিল্ডিং, তাই সংস্কারের জন্য নিতে হয়েছে বিশেষ অনুমতি। এমনকি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে (NGT) একটি অভিযোগও জমা পড়েছে, যেখানে বলা হয়েছে, প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কাজ শুরু হয়েছে।
তবে এসব বাধা সত্ত্বেও, খান পরিবার তাদের স্বাচ্ছন্দ্য ও ধীরস্থির ভাব বজায় রেখেছে। ‘মন্নত’ শুধু একটি বাড়ি নয়, এটি তাদের স্বপ্নের আবাস—যার সঙ্গে জড়িয়ে আছে অগণিত স্মৃতি ও আবেগ।
গৌরী খানের এই সাম্প্রতিক সিদ্ধান্তটি আরও একবার দেখিয়ে দিল, কীভাবে পরিবার এবং স্টাফদের প্রতি দায়িত্ববোধ থেকে প্রতিটি বিষয় তিনি খুঁটিয়ে দেখেন ও পরিচালনা করেন! –কইমই







