‘জওয়ান’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। কিন্তু তাতে কী! সকলের আলোচনায় দীপিকা-শাহরুখ জুটি। এতে কি শাহরুখের ওপর ক্ষুব্ধ নয়নতারা?
শাহরুখের স্ত্রী আর মায়ের ভূমিকায় দীপিকার উপস্থিতি নজরকাড়া ‘জওয়ান’-এ। জওয়ান মুক্তির পর শাহরুখ-নয়নতারার চেয়ে আলোচনায় শাহরুখ-দীপিকা জুটি। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছেন দক্ষিণী সুন্দরী নয়নতারা। দক্ষিণী এই সুপারস্টার আশা করেছিলেন প্রথম বলিউড সিনেমায় তাকে নিয়ে হবে মাতামাতি। কিন্তু তা না হওয়ায় চটেছেন তিনি। যদিও দর্শক থেকে সমালোচক সকলেই মুগ্ধ নয়নতারার পারফর্মেন্সে।
নয়নতারার ঘনিষ্ঠ সূত্রের খবরে জানা গেছে, ‘জওয়ান’ মুক্তির পর থেকেই নয়নতারার মন ভালো নেই। ‘জওয়ান’ পরিচালক অ্যাটলির উপর নাকি মনঃক্ষুণ্ণ অভিনেত্রী। সূত্র জানিয়েছে, ‘অ্যাটলির উপর নয়নতারা বেজায় ক্ষুব্ধ কারণ ফাইনাল এডিটে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। দীপিকা পাড়ুকোনের চরিত্র বাড়ানো হয়েছে’। ছবি দেখবার সময় নয়নতারা অবাক হয়েছেন দীপিকার স্ক্রিন টাইম এবং চরিত্রের গুরুত্ব দেখে। শাহরুখের সঙ্গে দীপিকার রোমান্স থেকে ইমোশনাল মুহূর্ত রয়েছে ছবির বড় অংশ জুড়ে।
নয়নতারার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এসব কারণে অ্যাটলি এবং শাহরুখের ওপর বিরক্ত নয়নতারা। আগামীতে বলিউড প্রোজেক্টে শিগগির হয়তো দক্ষিণের লিডিং নায়িকা নয়নতারাকে দেখা নাও যেতে পারে।

মুম্বাইতে অনুষ্ঠিত ‘জওয়ান’-এর সাকসেস মিটেও হাজির ছিলেন না নয়নতারা। এসব কারণেই কি তিনি মায়ের জন্মদিনের কথা বলে এড়িয়ে গিয়েছেন প্রেস মিট? এসব প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে।
সূত্র: ডিএনএ
বিজ্ঞাপন