শাহরুখ খানের জন্মদিন। ৫৭ বছরে পা রাখলেন শাহরুখ খান। ভারতের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন মঙ্গলবার রাতে মান্নাতের বারান্দায় এসে।
শাহরুখের জন্মদিনটা হইচই করে পালন করেন তার ভক্তরাও। আগের দিন সকাল থেকেই অভিনেতার বাড়ির সামনে বাড়তে থাকে ভিড়। রাত হতে হতে সেটা পরিণত হয় জনসমুদ্রে। এতই ভিড় হয় যে সব ঠিকঠাক রাখতে পুলিশ মোতায়েন করতে হয়।

অবশেষে এল সেই ক্ষণ। মাঝরাতে শাহরুখ এসে দাঁড়ালেন বারান্দায়। সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাম। শাহরুখের জন্য ‘হ্যাপি বার্থ ডে’ গান গায় ভক্তরা। শুভেচ্ছায় প্রিয় তারকাকে ভরিয়ে দেন তারা। শাহরুখ তাদের সকলের উদ্দেশে চুমু ছুঁড়ে দেন, হাত নাড়েন। আর তারপর তার সেই হাত ছড়িয়ে দেয়া বিখ্যাত পোজটি দিয়ে ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়ে দেন বহুগুণে।
ভক্তদের কারও হাতে ছিল শাহরুখ খানের বড় পোস্টার। আবার কারও হাতে মিষ্টির বাক্স কিংবা ফুল। কেউ কেউ সঙ্গে করে নিয়ে এসেছিলেন কেক।
চার দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। ১৯৮৯ সালে দিওয়ানা দিয়ে হয়েছিল শুরু। এরপর কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কাল হো না হো, স্বদেশ, ওম শান্তি ওম, চাক দে, রইস-এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ২০২৩ সালে আসছে তার তিনটি ছবি- পাঠান, জওয়ান আর ডাংকি।
সূত্র: হিন্দুস্তান টাইমস








