শাহরুখ খানকে বলা হয় রোমান্স কিং। রোমান্টিক ছবিতে শাহরুখের চেয়ে ভালো আর কেউ অভিনয় করতে পারেন না, এমনটাই মনে করেন নির্মাতারাও। কিন্তু ভক্তদের হতাশ করে শাহরুখ জানালেন, রোমান্টিক ছবিতে আর দেখা যাবে না তাকে।
‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে শাহরুখকে করণ জোহর বলেন, “শাহরুখ চিরকালের ‘জওয়ান’, প্রেমের গল্পে চিরকাল অভিনয় করতে পারবেন তিনি।” এর উত্তরে শাহরুখ বলেন, ‘আমি জানি না রোমান্টিক সিনেমায় অভিনয় আর করবো কিনা। এখন কমবয়সীদের এসব করতে দিন।’
টানা কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর চলচ্চিত্র থেকে দীর্ঘ বিরতি নেন শাহরুখ। আর প্রায় পাঁচ বছর পর ‘পাঠান’ দিয়ে পর্দায় ফিরে শাহরুখ খান ধরা দিয়েছেন অন্য রূপে, ধুন্ধুমার অ্যাকশন তারকা হয়ে। রোমান্স কিং-কে অ্যাকশন হিরো হিসেবে সাদরে গ্রহণ করেছেন ভক্তরাও, তার প্রমাণ বিশ্ব কাঁপানো সিনেমা ‘জওয়ান।’
শাহরুখকে এরপর দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাংকি’ ছবিতে। শাহরুখকে রোমান্টিক অবতারে দেখা মিলবে এই সিনেমায়? নাকি তার অ্যাকশন লুকের দেখা মিলবে আরও একবার? ২২ ডিসেম্বর সব উত্তর মিলবে ‘ডাংকি’ মুক্তির পর।








