চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভালোবাসায়, অর্জনে, আবৃত্তিতে ‘স্বাধীনতা তুমি’

বাংলাদেশের ইতিহাসের প্রতিটি তাৎপর্যপূর্ণ বাক নিয়ে সাহিত্য রচনা করেছেন কবি শামসুর রাহমান। ‘স্বাধীনতা তুমি’ তার অন্যতম সৃষ্টি। ১৯৭১ সালের ২৫ মার্চে পৃথিবী দেখেছিল এক নারকীয় গণহত্যা। মানব ইতিহাসে এমন নৃশংস ঘটনার সাক্ষী হয়েছিল রাজধানী ঢাকা। ‘স্বাধীনতা তুমি’ কবিতার মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম স্বাধীনতার মর্ম, মুক্তিযুদ্ধের অপরিহার্যতা। চ্যানেল আই অনলাইনের জন্য এই ঐতিহাসিক কবিতাটি আবৃত্তি করেছেন সাংবাদিক ও আবৃত্তিশিল্পী মীর মাসরুর জামান।

 

‘স্বাধীনতা তুমি’ কবিতার ওপর নির্মিত মীর মাসরুর জামানের আবৃত্তি দেখুন ডিজিটাল শর্টে: