চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শুক্রবার ছায়ানটে ষড়জ উচ্চাঙ্গসংগীত উৎসব

শুদ্ধ সংগীত চর্চা, পরিবেশনার প্রসার ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করছে ষড়জ। সুরপিপাসুদের জন্য প্রথমবারের মতো সংগঠনটি আয়োজন করছে উচ্চাঙ্গসংগীত উৎসব ২০২৩।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ৯টা পর্যন্ত ছায়ানটের মূল মিলনায়তনে উচ্চাঙ্গসংগীতের তারকামুখদের নিয়ে বসতে যাচ্ছে এই আসর। উৎসবটি উদ্বোধন করবেন শুদ্ধ সংগীতের পুরোধা ব্যক্তিত্ব ঊষা রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খায়রুল আনাম শাকিল, লুভা নাহিদ চৌধুরী ও লাইসা আহমেদ লিসা।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন ‘ষড়জ’- এর অন্যতম সংগঠক অভিজিৎ কুণ্ডু। তিনি বলেন, ক্লাসিক মিউজিক নিয়ে যারা কাজ করেন তাদের পরিশ্রম অনেক। শুদ্ধ সংগীত চর্চায় তাদের যে অবদান, তার সঠিক মূল্যায়ণ তারা খুব একটা পান না। তাদের অনার ও অনারিয়াম নিয়েই মূলত আমাদের ‘ষড়জ’ কাজ করছে।

তিনি বলেন, সুরপিপাসুদের জন্য ভাল গান শোনানো, সংগীতের ভাল একটা পরিবেশনার ক্ষেত্র প্রতিষ্ঠা করা, শুদ্ধ সংগীত চর্চা, পরিবেশনার প্রসার ও সমৃদ্ধি ঘটাতেই কাজ করছে ষড়জ। আমাদের উপদেষ্টা হিসেবে আছেন ড. আলী এফ এম রেজোয়ান ও অসিত দে।

শুক্রবারের সংগীত উৎসবে পারফর্ম করবেন নিশিত দে, ড. প্রিয়াঙ্কা গোপ, মুর্তজা কবির মুরাদ, জাকির হোসেন, ইফতেখার আলম প্রধান, শুষেণ কুমার রায়, ডলার, ড. ঋতুপর্ণা চক্রবর্তী, পল্লব সান্যাল ও পঞ্চম সান্যাল, আলমগীর পারভেজ সুমন, প্রশান্ত ভৌমিক, অভিজিৎ কুন্ডু, টিংকু কুমার শীল দের মত দেশের সেরা সংগীতজনরা।

Labaid
BSH
Bellow Post-Green View