ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁর এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে চলচ্চিত্র অঙ্গনজুড়ে উদ্বেগ! সেই সাথে সহঅভিনেতার জন্য প্রার্থনা ও শুভ কামনাও জানাচ্ছেন অনেকে।
এই প্রার্থনার সারিতে যুক্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরও। বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী এই চিত্রনায়িকা মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একটি কোলাজ ছবি শেয়ার করে প্রকাশ করেন গভীর মমতা ও শ্রদ্ধায় ভরা অনুভূতি।
শাবনূর লেখেন,“বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।”
তিনি বলেন,“তিনি (কাঞ্চন) চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ ফিরে আসবেন।”
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে শাবনূর একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন নব্বইয়ের দশকে।
ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারের একটি অংশ অপসারণ করা হলেও সম্পূর্ণ অপারেশন ঝুঁকিপূর্ণ হওয়ায় আপাতত থেরাপি চলছে। তিনি লন্ডনে মেয়ে ইসরাত জাহানের বাসায় থাকছেন এবং চিকিৎসক ভিনায়ার তত্ত্বাবধানে রয়েছেন।
অন্যদিকে, কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করে ইতোমধ্যেই প্রার্থনা জানিয়েছেন শাকিব খান, মিশা সওদাগর, ডিপজলসহ চলচ্চিত্র অঙ্গনের নবীন ও প্রবীণ অনেক শিল্পী। সবার প্রত্যাশা—চলচ্চিত্রের এই প্রিয় মুখ দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন নতুন উদ্যমে, হাস্যোজ্জ্বল মুখে।








