চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাসিনা-মোদি দ্বিপাক্ষিক বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে হায়দ্রাবাদ হাউজে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। সেখানে দুই দেশের দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে এসব সমঝোতা সই হয়েছে।

সমঝোতা স্মারকগুলো হচ্ছে- কুশিয়ারা নদী থেকে বাংলাদেশের পক্ষে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহার, দুই দেশের মধ্যে বিজ্ঞান গবেষণা বিষয়ক সহযোগিতা, ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির সঙ্গে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহযোগিতা, বাংলাদেশের রেলওয়ে কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ, তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশে রেলওয়ের আধুনিকায়নে ভারতের রেলওয়ের সহযোগিতা এবং বাংলাদেশ টেলিভিশন ও ভারতের প্রসার ভারতীর মধ্যে মহাকাশ প্রযুক্তি নিয়ে দুই দেশের সহযোগিতা।

পরে যৌথ বিবৃতি দেন দুই দেশের দুই প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে মোদির দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেন শেখ হাসিনা।

চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ভারতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।