এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেজর লিগ সকারে চলতি মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখবেন লিওনেল মেসির ইন্টার মিয়ামি সতীর্থ সার্জিও বুসকেটস। বার্সেলোনায় দীর্ঘদিন মেসির সঙ্গী ছিলেন ৩৭ বর্ষী স্প্যানিয়ার্ড বুসকেটস।
চার মৌসুম মেজর লিগ সকারে খেলে ফুটবলের ইতি টানছেন বুসকেটস। ইন্টার মিয়ামিতে তিনি মেসির পাশাপাশি বার্সেলোনাকালীন সতীর্থদের মধ্যে পেয়েছেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবাকেও।
লা মাসিয়া একাডেমিতে হাতেখড়ি মিডফিল্ডার বুসকেটসের। ২০০৮ সালে পেপ গার্দিওলা সুযোগ দেন মূল দলে। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
বার্সেলোনায় বুসকেটস খেলে এসেছেন ৭২২ ম্যাচ। ১৮ গোল করেছেন কাতালুনিয়ান ক্লাবটির হয়ে। ৪৬ গোলে রেখেছেন অবদান। মিয়ামির হয়ে এপর্যন্ত খেলেছেন ১০৫ ম্যাচ।
ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগের শিরোপা না পেলেও লিগস কাপ জিতেছেন বুসকেটস। বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ নয়বার লা লিগা জিতেছেন তিনি।







