চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত তরুণ কণ্ঠশিল্পী আল আমিন এবার বাংলাদেশকে গর্বিত করলেন আন্তর্জাতিক মঞ্চে। দক্ষিণ কোরিয়ার জিয়ংসিয়ন আরিরাংয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ২০২৫’-এ গান গেয়ে দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করেছেন ২৩ বছর বয়সী এই শিল্পী।
বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে আসা ১৫০ জনেরও বেশি শিল্পীর অংশগ্রহণে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে আল আমিন বাংলাদেশের প্রতিনিধি দল ‘বাংলাদেশ টিম’-এর হয়ে গান পরিবেশন করেন।
উৎসবে তিনি পরিবেশন করেন দুটি ভিন্ন ভাষার রোমান্টিক গান—একটি বাংলাদেশের জনপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’র “তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা” এবং অপরটি দক্ষিণ কোরিয়ান সুপারহিট ড্রামা ‘My Love from the Star’-এর “My Destiny”।
এই উৎসবে আল আমিনের অসাধারণ পারফরম্যান্সই শুধু নয়, বরং পুরো ‘বাংলাদেশ টিম’-এর পরিবেশনা অর্জন করে ‘The Best Arte Award’ নামের মর্যাদাপূর্ণ পুরস্কার। বাংলাদেশের পক্ষে আল আমিনের সঙ্গে আরও ছিলেন নৃত্যশিল্পী ময়ূখ সরকার, মূকাভিনয় শিল্পী মাহবুল আলম, মির লোকমান, এস.এম সজীব, পাপেট শিল্পী কৌশলী ও ঢাকা ফোক পাপেট থিয়েটারের একটি দল।
নোয়াখালীর এই প্রতিভাবান তরুণ শিল্পী দীর্ঘদিন ধরে সংগীতচর্চায় নিবেদিত। কোরিয়ার এই প্রতিযোগিতায় তিনি চ্যানেল আইয়ের পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণ করেন। চ্যানেল আই সেরাকণ্ঠ থেকে উঠে এসে তিনি ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সম্ভাবনাময় একজন কণ্ঠশিল্পী হিসেবে।
এর আগেও আল আমিন আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়েন কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘আলী’-তে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে। সেই অভিজ্ঞতার পর এবার গায়ক হিসেবেও তিনি পৌঁছে গেলেন আন্তর্জাতিক সাফল্যের শিখরে।








