বাগদান সারলেন হলিউডের এ প্রজন্মের জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ। জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর তিনি প্রেম করছিলেন তরুণ মিউজিশিয়ান বেনি ব্লাঙ্কোর সঙ্গে। এবার তার সঙ্গেই ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের আংটির ছবি পোস্ট করে সেই ঘোষণা নিজেই দিয়েছেন সেলেনা। ক্যাপশনে লিখেছেন, ‘চিরকালের জন্য শুরু’। সেলেনা সেই পোস্টে বেশ কিছু ছবি দিয়েছেন। যেখানে তাকে বেনি ব্লাঙ্কোর সঙ্গে অন্তরঙ্গ দেখা গেছে। আছে আংটি পরার ছবিও।
এই যুগল ২০২৩ সালে প্রেম শুরু করেন। ২০২৪ সালের মে মাসে ব্লাঙ্কো জানিয়েছিলেন, তারা সংসার করার স্বপ্ন দেখছেন। ‘দ্য হাওয়ার্ড স্টার্ন শো’তে সেলেনাকে নিজের আত্মবিশ্বাসের প্রেরণা হিসেবে সম্মান জানান তিনি। সম্পর্ক নিয়ে বলেন, ‘সে আমার চারপাশে থাকলেই সব সুন্দর হয়ে যায়। আমরা পুরো দিনটা হাসি। সে আমাকে অনুপ্রাণিত করে। আমি কাজ থেকে বাসায় ফিরে ভাবি আমার দিন তার সংস্পর্শে ভালো গেছে।’
সেলেনাও সম্পর্কটা উপভোগ করেন। কোনো লুকোচুরিতে না গিয়ে সবসময় বেনির সঙ্গে প্রেমটা প্রকাশ্যে রাখার ব্যাপারে তিনি গত মাসেই কথা বলেন এক সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আমার জীবনের সবচেয়ে নিরাপদ সম্পর্ক। আমি এই মানুষটির সঙ্গে আমার ভবিষ্যত দেখতে পাচ্ছি। তাকে নিয়ে লুুকোচুরির কিছু নেই। আর আমি মনে করি যখন প্রকাশিত থাকবেন তখন লোকজন আপনাকে নিয়ে আর সন্দেহগ্রহস্ত হবে না, অতিরিক্ত কৌতুহলী হবে না।’
বেনি ব্লাঙ্কো একজন খ্যাতনামা সংগীত প্রযোজক ও গায়ক। তিনি এড শিরান, চার্লি পুথ, উইজ খলিফা, বিটিএস, এমিনেম, জাস্টিন বিবার, হ্যালসি, ক্যাটি পেরি, রিহানাদের মতো শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন।
২০১৯ সালে গোমেজের জনপ্রিয় ‘সেইম ওল্ড লাভ’ ও ‘আই কান্ট গেট এনাফ’ গান দুটিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা ও ব্ল্যাঙ্কো। সেখান থেকেই প্রেম। সেই প্রেম এবার বিয়েতে গড়াতে চলেছে। তবে কবে, কখন তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন সে বিষয়ে কোনোকিছুই নিশ্চিত হওয়া যায়নি।- বিবিসি








