চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অধিনায়ক করার কথা বলে বাদ দিলো আমাকে

ভারতীয় দলের সবচেয়ে বিধ্বংসী ওপেনার হিসেবে বিবেচনা করা হয় সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগকে। গ্রেগ চ্যাপেল প্রধান কোচ হওয়ার পর তাকে অধিনায়ক করতে চেয়েছিলেন। সেটি করতে না পারলেও তাকে দল থেকে বাদ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিশ্বকাপজয়ী তারকা।

গণমাধ্যমে শেবাগ ক্ষোভ তুলে ধরেছেন এভাবে- ‘যখন গ্রেগ চ্যাপেল দায়িত্ব নিলেন, তার প্রথম কথা ছিল শেবাগ হবে পরবর্তী অধিনায়ক। আমি জানি না তার পরবর্তী দুই মাসে কী এমন হল যে আমাকে দল থেকেই বাদ দিলো, অধিনায়ক তো পরের কথা।’

২০০৩-১২ সাল পর্যন্ত ১২ ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ৪৪ বর্ষী ডানহাতি। এরমধ্যে ২০০৬ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক প্রথম টি-টুয়েন্টিও রয়েছে। কিন্তু সৌরভ গাঙ্গুলির পর চ্যাপেল দায়িত্ব দেন রাহুল দ্রাবিড়কে। ২০০৭ সালে রাহুল দায়িত্ব ছাড়ার পর মহেন্দ্র সিং ধোনিকে দায়িত্ব দিয়ে তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়।

বিদেশী কোচের প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে শেবাগ মন্তব্য করেছেন, ‘ভারতীয় দলে কোচিংয়ের প্রয়োজন নেই, একজন ম্যানেজার প্রয়োজন যে খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দলকে সংঘবদ্ধ রাখতে পারবে। একজন কোচের জানা প্রয়োজন কোন খেলোয়াড়ের কতটুকু অনুশীলন প্রয়োজন এবং এদিক থেকে গ্যারি কারস্টেন সেরা। সে আমাকে ৫০ বল, দ্রাবিড় ও শচীনকে ২০০ বল খেলতে দিয়ে বিরতি দিত।’