চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পটুয়াখালী উপকূলে ঝড়ে ট্রলার ডুবে বহু জেলে নিখোঁজ

লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর ৮টি মাছধরা ট্রলার ডুবে ২৯ জেলে নিখোঁজ রয়েছে। এছাড়া জেলার ৫ শতাধিক মাঝিমাল্লা ও জেলেসহ কমপক্ষে ৩০টি ট্রলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উদ্ধারের পর কয়েকজন জেলেকে অন্য ট্রলারে মহিপুর বন্দরে এনে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৬৫ দিনের সরকারী নিষেধাজ্ঞা শেষে সাগরে গেলেও লঘুচাপের প্রভাবে দ্রুত ফিরে আসতে হয় জেলেদের।

Bkash July

এর ১৫ দিন পর আবহাওয়ার উন্নতি হলে সাগরে যায় জেলেরা। তারপর আবারও শুরু হয় বৈরী আবহাওয়া ও লঘুচাপ। এতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বহু মাছধরার ট্রলার।

Labaid
BSH
Bellow Post-Green View