চীনে ২২ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষকে মৃত্যুদণ্ড দিয়েছে কর্তৃপক্ষ।
এ নিউজ জানিয়েছে, উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের পিংলিয়াংয়ে আদালতের আদেশের পর গত সপ্তাহে ইনজেকশনের মাধ্যমে ওই অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের ওই অধ্যক্ষ ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশুদের ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছিলেন। পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
তবে ওই স্কুলটির নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন