প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আলোচিত দুই ছাত্রীর একজন ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানার নর্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানিয়েছেন, এ নিয়ে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হল।
পারভেজকে হত্যার ঘটনায় নাম আসা দুই তরুণীকে খুঁজে বের করতে গত ২৩ এপ্রিল নির্দেশ দিয়েছিল আদালত। এর ১৫ দিন পর এক তরুণীকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।
পারভেজ হত্যা মামলায় গত ২৩ এপ্রিল রাতে গাইবান্ধা থেকে প্রধান আসামি মেহরাজকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে হৃদয় মিয়াজীকে ২১ এপ্রিল কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব। রিমান্ড শেষে তারা কারাগারে রয়েছেন।
এর আগে গ্রেপ্তার মাহাথির হাসান ও মো. আল কামাল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সানিও রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।
ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১৯ এপ্রিল টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী পারভেজকে ছুরি মেরে হত্যা করা হয়। পরদিন সকালে তার মামাতো ভাই হুমায়ুন কবীর আটজনকে আসামি করে বনানী থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, মেহরাজ ও তার সঙ্গীরা লাঠিসোঁটা, ছুরি-চাকু ও চাপাতি হাতে পারভেজের ওপর হামলা চালায়।







