চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোন ছোট দল নেই, সাত গোলের পর বললেন স্কালোনি

কাতারে বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেমেছিল আর্জেন্টিনা। কুরাসাওকে গোলবন্যায় ডুবিয়ে দারুণ জয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। বড় জয়ের দিনে হ্যাটট্রিক করে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক লিওনেল মেসি। উড়ন্ত জয়ের পরও কুরাসাওকে ছোট দল হিসেবে দেখছেন না আলবিসেলেস্তেদের কোচ স্কালোনি।

ঘরের মাঠে প্রীতি ম্যাচটিতে ৭-০ গোলের জয়ের পর ফিফার বর্ষসেরা কোচ বলেছেন, ‘আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে পছন্দ করি। আমাদের প্রতিপক্ষ যারাই হোক এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। পরে টানা ৩৬ বছর শিরোপার দেখা ছিল না। আক্ষেপ ঘুচিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ঘরে তুলেছে কিংবদন্তি লিওনেল মেসির হাত ধরে। বিশ্বকাপ জয়ের আনন্দটা লম্বা সময় ধরে উপভোগ করতে চান মেসি-ডি মারিয়ারা।

ফিফার ২০২১-২২ মৌসুমের বর্ষসেরা কোচ স্কালোনি বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের উদযাপন আমরা এখনই শেষ করতে চাই না। দেশের মানুষ এখনও তা উপভোগ করছে। খেলাধুলার দিক থেকে বিবেচনা করলে, বল মাঠে গড়ালেই এখন সেই উদযাপন চলতে থাকবে।’

কাতারে বিশ্বকাপ মিশন শুরুর আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। মরুর বুকে গ্রুপপর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে সেই রেকর্ড যাত্রা আর্জেন্টিনার। সৌদির বিপক্ষে হারের পর বিশ্বকাপের প্রতিটি ম্যাচকেই ফাইনাল হিসেবে নিয়েছিলেন ৪৪ বর্ষী স্কালোনি। পরের গল্পটা সবার জানাই আছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮৬তম দল কুরাসাও’র বিপক্ষে সাত গোলের বড় জয়ের পরও তাই প্রতিপক্ষকে ছোটদল হিসেবে দেখেননি স্কালোনি। বলেছেন, ‘সবসময় যেমন প্রস্তুতি নিয়েছিলাম, এই ম্যাচের জন্যও একইরকম প্রস্তুতি নিয়েছি। আমরা বিশ্বাস করি না যে, প্রতিপক্ষ হিসেবে কোন ছোট দল আছে। কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই আমরা শিক্ষা পেয়েছি।’