টানা তিন ম্যাচ পর জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রি কিক থেকে দূরপাল্লার শটে গোল পেয়ে খরা কাটালেন পর্তুগিজ মহাতারকা। জয় পেয়েছে আল নাসেরও। গোল পেয়ে মাঠের উদযাপনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
সৌদি প্রো লিগে শনিবার রাতে আভার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আল নাসের। জানুয়ারিতে ক্লাবে যোগ দেয়ার পর ঘরের মাঠ মরসুল পার্কে এই প্রথম গোল পেলেন সিআর সেভেন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৯টি গোল করেছেন ৩৮ বর্ষী রোনালদো।
ম্যাচের ৭৭তম মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আল নাসের। সেসময় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পায় রোনালদোর দল। শটটি নিতে এগিয়ে আসেন একসময় নিয়মিত ফ্রি কিক নেয়া মহাতারকা। অনেকদিন পর আবারও সেই পুরনো রোনালদোকে দেখেছে ফুটবলবিশ্ব। দারুণ গোল। দেখা গেছে ফ্রি কিকের সেই ঝলকও।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘জয় পেয়ে দারুণ লাগছে। ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে গোল করতে পেরে খুব খুশি।’

এই জয়ে লিগ টেবিলে শীর্ষ দল আল ইত্তিহাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমালো আল নাসের। আল ইত্তিহাদের পয়েন্ট ৫০। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আল নাসের।