চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘টাইটানিক’ তারকার সাক্ষাতে সৌভাগ্যবান সারা!

KSRM

সম্প্রতি অনুষ্ঠিত ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মত উপস্থিত ছিলেন বলিউডের বর্তমান সময়ের অভিনেত্রী সারা আলী খান। সুযোগ পেয়ে কানের রেড কার্পেটেও হেঁটেছেন তিনি। যেখানে জমকালো পোশাক ও সাজে উত্তাপ ছড়িয়েছে সারা।

গুঞ্জন উঠেছে, সেই আসরেই নাকি ‘টাইটানিক’ খ্যাত তারকা লিওনার্দো ডি’ক্যাপ্রিওর সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলেছিল তার। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে কান ফিল্ম ফেস্টিভালের অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। শুধু রেড কার্পেটে হাঁটা নয়, কান উৎসবে ভারতের সংস্কৃতি, সিনেমা ও আর্ট নিয়ে নিজের মতামত তুলে ধরেন সারা।

Bkash July

তার মতে, কান ফিল্ম ফেস্টিভালে বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি আমি। সেসব নিয়ে উদযাপনও করেছি। পৃথিবীর নানা প্রান্তের অভিনেতাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। সৌদি আরব, মিশর, লেবানন, প্যারিস সহ একাধিক দেশের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছি ! আবেগ, স্থান সম্পূর্ণ আলাদা হলেও শুধু অভিনয়ের সূত্র ধরেই আমরা একত্রিত হয়েছি। সিনেমা জাতীয় স্তরে সব বাঁধা অতিক্রম করতে পথ দেখেছি। তবে আমি সবচেয়ে সৌভাগ্যবান সেখানে আমার লিওনার্দো ডি’ক্যাপ্রিওর সঙ্গেও সাক্ষাত হয়েছে!

যদিও তাদের সাক্ষাতকালে কী আলাপ হয়েছে তা জানাননি অভিনেত্রী। এদিকে কথা প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় সুযোগ পেলে লাল গালিচায় কোন নায়কের হাত ধরতে চাইবেন তিনি? যার উত্তরে সাইফ কন্যা চটপট নাম নেন, ‘লা লা ল্যান্ড’ খ্যাত অভিনেতা রায়ান গসলিংয়ের।

Reneta June

এই মুহূর্তে সারা ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’র প্রচারণা নিয়ে। যেখানে তার বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View