চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাকিবকে ব্যাটার হিসেবে দেখতে চান সঞ্জয় মাঞ্জেকার

আইসিসির টি-টুয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবছর আইপিএলে সাকিবকে ব্যাটার হিসেবে দেখতে চান ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার।

টুইট করে তিনি লেখেন, ‘সাকিব আল হাসানকে চার নম্বরে খেলতে দিন। সব জায়গাতেই তার ভালো ইনিংস আছে। তাকে বলুন যে তিনি একজন ব্যাটার হিসেবে খেলছেন। আর সাকিবের বোলিংটা কেকেআরের জন্য বোনাস হবে। কারণ কলকাতা নাইট রাইডার্সের যথেষ্ট স্পিনার রয়েছে।’

সব মিলিয়ে আইপিএলে ৭১টি ম্যাচ খেলেছেন সাকিব। ১২৪.৪৯ স্ট্রাইক রেটে ১৯.৮৩ গড়ে তার মোট রান ৭৯৩। এমন বাস্তবতায় ব্যাটার হিসেবে মি.অলরাউন্ডারের পক্ষে বাজি ধরতে চান মাঞ্জেকার।

কেকেআরের হয়ে ২০১১ সালে আইপিএলে সাকিবের ক্যারিয়ার শুরু হয়। টানা ছয় মৌসুম কেকেআরের হয়ে টপ অর্ডারে ব্যাট করার সুযোগ না পেলেও মিডল অর্ডারে প্রায়ই খেলতেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। তবে বেশিরভাগ সময়ই সুযোগ কাজে লাগাতে পারেননি এ অলরাউন্ডার।

২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেন দুই মৌসুম। দলটির হয়ে বেশিরভাগ সময়ই মিডল অর্ডারে ব্যাট করেছেন ৩৬ বর্ষী সাকিব। ১৪ ম্যাচের মধ্যে ৯টিতেই ব্যাট করেছেন পাঁচ নম্বরে। কিন্তু সেখানেও সাকিবের ব্যাট খুব বেশি আলো ছড়াতে পারেনি।

শুক্রবার থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের আইপিএল। শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলার জন্য সাকিব আসরের শুরু থেকেই থাকছেন না।