প্রথমে জামাল ভূঁইয়া, তারপর তারিক কাজী। এরপর একে একে তাদের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী, ফাহমিদুল ইসলাম। আসতে চলেছেন আরেক তারকা সামিত সোম। বাংলাদেশ দলে তাদের সংযোজনে দারুণ খুশি অধিনায়ক জামাল ভূঁইয়া।
বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে রীতিমতো অবাক হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তবে এটাও তাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।
জামাল জানালেন, ‘হামজা চৌধুরী আগেই দলে যোগ দিয়েছেন। ভারতের বিপক্ষে তার খেলা আমরা দেখেছি। ফাহমিদুল ইসলাম গতবার আমাদের সাথে ছিলেন, তবে পরে বাদ পড়ে আবারও দলে জায়গা করে নিয়েছেন।’
‘এবার আমাদের সাথে যোগ দিতে চলেছেন আরেক তারকা সামিত সোম। বিষয়টি দুর্দান্ত এবং তাদের বাংলাদেশ দলে আসা ভালো ব্যাপার। হামজা, সামিত ও ফাহমিদুলকে পেয়ে আমার ভালো লাগছে।’
দ্বিতীয়বার প্রাথমিক দলে জায়গা করে নিয়ে সবার আগে বাংলাদেশে এসেছেন ফাহমিদুল। সোমবার সকালে হামজা এসে বিকেলে অনুশীলন করেছেন। এখনও বাংলাদেশে আসেননি সামিত। বুধবার দেশের মাটিতে পা রাখার কথা কানাডার লিগ মাতানো তারকার।








